বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আইফোন চুরি করতে যা করলেন নারী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১

অ্যাপল স্টোর থেকে আইফোন চুরি করার অভিযোগে আটক হয়েছেন এক চীনা নারী। দক্ষিণ চীনের ফুজিয়ান প্রদেশের একটি অ্যাপল স্টোরের ঢুকে তিনি ৯৬০ ডলার মূল্যের আইফোন ১৪ প্লাস চুরি করেন। এসময় তিনি ফোনের চুরি রোধক তার (অ্যান্টি থেফট কেবল) কামড়ে ছিড়ে ফেলেন বলে জানা গেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, কিউইউ নামের ওই নারী ডিভাইসটি নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার আধা ঘণ্টা পরে পুলিশের হাতে ধরা পড়ে।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ভিডিওতে কিউকে স্মার্টফোনের ডিসপ্লে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারপরে তিনি কাউন্টারে হেলান দেন এবং তার ডান হাতটি ফোনের ওপর রাখেন। ফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখার পর সেটি তিনি কৌশলে ব্যাগে ঢুকিয়ে ফেলেন। ফোনটি চুরির আগে তাকে বেশ কয়েকার দাঁত দিয়ে নিরাপত্তা তার কামড়াতে দেখা গেছে।

স্টোর ম্যানেজার ওয়াং বলেছেন, ঘটনার সময় একটি অ্যালার্ম বেজেছিল। কিন্তু তখন কর্মচারীরা তদন্ত করে সন্দেহজনক কিছু পায়নি।

পুলিশ অফিসার ঝাং জিনহং বলেছেন, কিউ অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি করেছেন। তাকে আর দশজন সাধারণ ক্রেতার মতোই মনে হয়েছে। দেখে বুঝার উপায় ছিল না সে চুরি করতে এসেছে। তিনি ফোন নিয়ে বেরিয়ে যাওয়ার পর কর্মচারীরা দেখতে পান একটি তার ছেড়া এবং সেটি কেউ দাঁত দিয়ে কামড়েছে। এটি দেখার পর তারা পুলিশকে জানায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। পরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ধরা পড়ার পর কিউ পুলিশকে বলেন, তার ফোনটি হারিয়ে যাওয়ায় দোকান থেকে নতুন ফোন কিনতে চেয়েছেন তিনি। কিন্তু ফোনের দাম দেখে তার আশা ভেঙ্গে যায়। তাই তিনি চুরি করার পরিকল্পনা করেন।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখা হবে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই অবাক হয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সে কি জানে না সব জায়গায় সিকিউরিটি ক্যামেরা আছে?’ আরেকজন মজার ছলে বলেছেন, ‘তার শক্ত দাঁত আছে।’

ইত্তেফাক/এসএটি