শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফ্রান্সে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে গাড়ি চাপায় মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে গাড়ি চাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রোববার ভোরে লোকটিকে ট্রাফিক স্টপেজে থামতে বলা হয়েছিল। কিন্তু তিনি না থেমে পালিয়ে যান।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘গাড়ির চালককে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।’ তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত বলেননি।

প্যারিসের ঠিক উত্তর-পূর্বে প্যান্টিনের শহরতলিতে একটি পুলিশ টহল রোববার ভোর সাড়ে ৩টায় একটি বিএমডব্লিউ থামানোর চেষ্টা করেছিল। কিন্তু ড্রাইভার না থেমে দ্রুত গতিতে রাজধানীর দিকে চলে যায়।

পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে, ‘পলাতক ব্যক্তি বেশ কয়েকটি রাস্তা পরিবর্তন করেছে এবং একটি সুড়ঙ্গের মুখে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।’

অফিসারদের পরে জানানো হয় যে প্যারিস শহরের সীমানার কাছে একজন পথচারীকে গাড়িস চাপা দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা তাৎক্ষণিক সাড়া দিয়েছিল কিন্তু ভুক্তভোগী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের কোনো পরিচয়ের বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ফ্রান্সের বিএফএম টেলিভিশন জানিয়েছে, নিহত ব্যক্তি ৩০ বছর বয়সী একজন পুরুষ।

ইত্তেফাক/এসএটি

এ সম্পর্কিত আরও পড়ুন