রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরগুনায় ‘পূর্বা’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৪

বরগুনার সৈয়দ মোতাহেরা বানু সাহিত্য পরিষদের মাসিক সাহিত্যানুষ্ঠানে আর্থ-সামাজিক পত্রিকা ‘পূর্বা’ নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে বিশিষ্ট কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরগুনা প্রেস ক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক হিমাদ্রি শেখর কেশব, কবি শাওন মুতাইতসহ অনেকে।  

পরিষদের সভাপতি ও মুখ্য আলোচক হিসেবে কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মর্তুজা হাসান সৈকত বলেন, সাহিত্যের অনুষ্ঠান মানেই এখানে সমবেত হন সমাজের জ্ঞানী-গুণী কিছু মানুষ। এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব এবং মহত্ব অনেক। 

তিনি বলেন, আমরা আজ এখানে আর্থ সামাজিক পত্রিকা পূর্বা নিয়ে একটি বিশেষ আলোচনাসভায় সমবেত হয়েছি। সম্প্রতি দেশে ভিন্ন ধারার একটি সাহিত্য পরিমন্ডল তৈরি করেছে এই পত্রিকাটি। দেশের গুরুত্বপূর্ণ লেখকদের লেখা যেমন এই পত্রিকায় রয়েছে তেমনই একই সাথে কিছু নবীন লেখকেরও লেখা আছে। নবীনের সঙ্গে প্রবীণ লেখকের লেখার সমন্বয় ঘটেছে এখানে সাবলীলভাবে। 

তিনি আরও বলেন, যে কোন পত্রিকার কাজ হচ্ছে প্রবীণ লেখকদের বাঁচিয়ে রাখা এবং নবীন লেখকদের জন্ম দেওয়া। আর এই দুটি কাজই যথার্থভাবেই করে যাচ্ছে পূর্বা।

বিশিষ্ট কবি ও বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দাস বলেন, পূর্বার লেখার মান এবং ভেতরের অলঙ্করণ অসাধারণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরগুনা প্রেস ক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিমাদ্রি শেখর কেশব।

ইত্তেফাক/পিও