বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কেরানীগঞ্জ-ভোলা রুটে চালু হলো ফেরি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:০০

কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ফেরি সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এম কে শিপিং লাইন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বেসরকারিভাবে রো রো ফেরি সার্ভিস চালু করে। আগামী ১৫ সেপ্টেম্বর সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ জুট মিল এলাকায় নিজস্ব টার্মিনাল ব্যবহার করে ৫০টি পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি নিয়ে ভোলার উদ্দেশে রওনা হবে।

এম কে শিপিং লাইন লিমিটেডের দুটি রো রো ফেরির মধ্যে কার্নিভাল ক্রুজ মাত্র পাঁচ ঘণ্টায় দ্বীপ জেলা ভোলায় পৌঁছাবে এবং ভোলা থেকে একই দিন রাত ৯টায় অপর ফেরি কার্নিভাল ওয়েব যাত্রী ও পণ্যবাহী গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় জুট মিলের নিজস্ব ঘাটে এসে নোঙর করবে। দেশে এই প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান গাড়ি নিয়ে দূরপাল্লার ফেরি সার্ভিস চালু করল। পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি এবং প্রাইভেট কার নিয়ে রাজাধানীর গুলিস্তান, চানখারপুল ও টিকাটুলি হয়ে হানিফ ফ্লাইওভার ব্যবহার করে মাত্র ২০ মিনিটে কার্নিভাল ক্রুজের নিজস্ব টার্মিনালে ফেরিতে উঠতে পারবে সব ধরনের গাড়ি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি গতকাল বৃহস্পতিবার সকালে ফিতা কেটে  কার্নিভাল ক্রুজ ফেরি উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক স্থাপন করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করা দরকার। তিনি বলেন, বিশ্বের অর্থনীতি ফোরামে বাংলাদেশের অবস্থান ২৩তম। এই সবকিছুর অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাংলাদেশের নৌ অঞ্চলগুলোতে আধুনিক লঞ্চ ও টার্মিনালের ব্যবস্থা করা হয়েছে। মানুষ আচ্ছন্নভাবে নির্বিঘ্নে বাড়িতে যাতায়াত করতে পারছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ শিপিং লাইন্সের সভাপতি ইকবাল হোসেন, চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেতা মীর সাব্বির, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মতিউর রহমান, এম কে শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ নৌ পুলিশের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসটিএম

এ সম্পর্কিত আরও পড়ুন