মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ভারতের নাম পরিবর্তন গ্রহণ করা হবে: জাতিসংঘ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩১

ভারতের নাম ইন্ডিয়া থেকে ‘ভারত’ করার প্রস্তাব উঠেছে সম্প্রতি। এ নিয়ে চলছে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনা। তবে দেশটি যদি সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে তবে নথিতে ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ অন্তর্ভুক্ত করতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র।

জাতিসংঘের মহাসচিবের মুখ্য মুখপাত্র স্টিফেন ডুজারিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন, ‘যখন ভারত নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে, তারা আমাদের জানাবে এবং আমরা জাতিসংঘে (রেকর্ড) নাম পরিবর্তন করব।’

জি২০ জোটের শীর্ষ সম্মেলনর আয়োজক ভারত বিশ্বের বিভিন্ন দেশের অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মুর পাঠানো সেই আমন্ত্রণপত্রে লেখা হয়েছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। এতদিন সাধারণত এই ধরনের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখা হতো। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আলোচনা তুলেছেন যে, ভারতের ইংরেজি নাম ইন্ডিয়া বদলে ভারত করা হচ্ছে।

অপরদিকে ২০তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার (৬ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইন্দোনেশিয়া সফরের একটি নোটেও ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ লেখার পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’ ব্যবহার করা হয়েছে।

নরেন্দ্র মোদি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশটির সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনে দেশের নাম পরিবর্তন করে ভারত করার একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

ইত্তেফাক/এসএটি