দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. আসান আলী নামে এক প্রবাসী। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে গাবতলী থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন বাস চালক। অচেতন থাকায় তার কাছ থেকে কী কী খোয়া গেছে সে বিষয়ে জানা সম্ভব হয়নি।
বসুমতি পরিবহনের বাস চালক হাসান জানান, তিনি গাজীপুর থেকে গাবতলী রুটে বাস চালান। গতকাল শুক্রবার বিকালে বাস নিয়ে গাজীপুর থেকে গাবতলী যাচ্ছিলেন। পথিমধ্যে বিমানবন্দর এলাকা থেকে তার বাসে উঠেন প্রবাসী আসান। বাসটি গাবতলী পৌঁছালে আসানকে অচেতন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখেন। তখন বাস থেকে নামিয়ে সিএনজি অটোরিকশাযোগে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। তার সঙ্গে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। পাসপোর্টে ঐ ব্যক্তির নাম মো. আসান আলী লেখা রয়েছে। গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামে। বাবার নাম হামাদ আলী। চালকের ধারণা, আসান আলী শুক্রবার বিকালে প্রবাস থেকে দেশে ফিরেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পাকস্থলী ধৌত করার পর ঐ ব্যক্তিকে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে তার নাম-পরিচয় জানা গেছে। তার স্বজনদের সন্ধান করে খোঁজ দেওয়ার চেষ্টা চলছে।