রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুলাদীতে তিন বাড়িতে বোমা বিস্ফোরণ এলাকায় আতঙ্ক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮

মুলাদীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়, রাত ১টা এবং শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাটামারা ইউনিয়নের তয়কা ও টুমচর গ্রামের তিন বাড়িতে অর্ধশতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাগুলো খড়ের গাদা, লাকরির ঘর ও বাথরুমে গচ্ছিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এঘটনায় বাটামারার তয়কা ও টুমচর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তয়কা গ্রামের মৃত গণি খানের ছেলে আফজাল খানের খড়ের গাদার মধ্যে রাখা প্রায় ২০টি বোমা বিস্ফোরণ হয়। বোমায় খড়ের গাদা উড়ে গেছে। ঐ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পরে রাত ১টার দিকে একই গ্রামের মোতালেব ভূঁইয়ার ছেলে মোমিন ভূঁইয়ার লাকরির ঘরে পর পর ১৫-১৬টি বোমা বিস্ফোরিত হয়। 

গভীর রাতে বোমার শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুমচর গ্রামের হাকিম সিকদারের ছেলে নাসির সিকদারের বাথরুমের মধ্যে ১৬-১৭টি বোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের পর বাটামারা জাগরণী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমা বিস্ফোরণের আলামত জব্দ করেন।

ইত্তেফাক/এএইচপি