রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মোদির আমন্ত্রণে আনুষ্ঠানিকভাবে জি২০-তে যোগ দিল আফ্রিকান ইউনিয়ন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নকে (এইউ) আনুষ্ঠানিকভাবে জি২০-তে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। তার আমন্ত্রণে এইউ আনুষ্ঠানিকভাবে শনিবার জি২০-এর নতুন সদস্য হিসেবে আসন গ্রহণ করেছে।

নরেন্দ্র মোদি আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে জি-২০ সম্মেলন উদ্বোধন করেছেন। এসময় মোদি বলেন, ভারতে আপনাদের স্বাগত। আসুন বিশ্বব্যাপী আস্থার ঘাটতি দূর করতে একসঙ্গে কাজ করি। দেশটির রাজধানী দিল্লিতে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি২০-এর শীর্ষ সম্মেলন শুরু হলো।

পরে তিনি এইউকে আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘সকলের অনুমোদনের সঙ্গে আমি এইউ প্রধানকে জি২০-এর একটি স্থায়ী সদস্য হিসেবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

এর পর আফ্রিকান ব্লকের প্রধান বিশ্ব নেতাদের সঙ্গে তার আসন গ্রহণ করেন।

জি-২০ সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে ভারত মণ্ডপম, প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী। সম্মেলনকে সার্বিকভাবে সফল করতে কোনো ঘাটতি রাখেনি নরেন্দ্র মোদির সরকার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বছর ভারতের সভাপতিত্বে আয়োজিত জি-২০-এর থিম হলো—‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’

ইত্তেফাক/এসএটি