রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জি২০ সম্মেলনে পুতিন কেনো নেই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৬

ভারতের রাজধানী দিল্লিতে চলছে জি২০’র ১৮তম শীর্ষ সম্মেলন। এতে অংশ নিয়েছেন ২৫টির বেশি দেশের রাষ্ট্রনেতা এবং তাদের প্রতিনিধিরা। অংশগ্রহণকারী বেশিরভাগ দেশেরই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্মেলনে অংশ নিতে আসেননি। তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। কিন্তু পুতিন কেনো আসেননি?

মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সুতরাং, পুতিন রাশিয়া থেকে বাইরে আসলেই গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে। তিনি চাইবেন সেটি এড়াতে। এমনকি দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক ব্রিকস সম্মেলনেও তিনি এড়িয়ে গেছেন।

আইসিসি ওয়ারেন্টের আগে গত বছর তিনি বালিতে জি-টোয়েন্টি সভায়ও যোগ দেননি। বিশ্লেষকরা তখন অনুমান করেছিলেন যে তিনি সম্ভবত ইউক্রেন আক্রমণের বিষয়ে বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে বিচ্ছিন্ন হওয়া এড়াতে চেয়েছিলেন।

রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও উদ্বেগের বিষয়। ভাগনার প্রাইভেট মিলিটারি গ্রুপের সাম্প্রতিক বিদ্রোহের প্রচেষ্টায় রাশিয়ার ওপর পুতিনের ক্ষমতা কিছুটা হুমকির মুখে পড়েছিল। পুতিনের পরিবর্তে রাশিয়ার প্রবীণ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বর্তমানে দিল্লিতে রয়েছেন।

দিল্লি যাওয়ার আগে ৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় দুদিনের সফরে আসেন। এখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ইত্তেফাক/এসএটি