রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জি২০ সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ মন্দিরে ঋষি সুনাক 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার পৌঁছান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। ভারতের জামাই হিসেবে পরিচিত ঋষি গতকাল শনিবার সম্মেলনে যোগ দেন। এরপরেই আজ রোববার (১০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে মন্দির দর্শনে বেরিয়ে পড়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজকে অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লিতে অক্ষরধাম মন্দিরে গেছেন ঋষি সুনাক। এ সময় মন্দির ও তাদের যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়। 

গতকালকেই মন্দিরে যাওয়ার ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন ঋষি। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন স্ত্রীকে নিয়ে দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁগুলোতেও যাবেন। 

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তিনি জি-২০ সম্মেলনের ব্যাপক সাফল্যের জন্য মোদিকে সমর্থন করতে আগ্রহী।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের এটি প্রথম ভারত সফর। ভারতের সফটওয়্যার বিলিওনিয়ার এনআর নারায়ণ মূর্তির মেয়ের স্বামী হচ্ছেন ঋষি সুনাক। 

ঋষি সুনাক ২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিবিসিকে বলেছিলেন, আমার সাংস্কৃতিক প্রতিপালনের কথা যদি বলি, তাহলে সপ্তাহ শেষে শনিবার আমি মন্দিরে গেছি। আমি একজন হিন্দু।

ইত্তেফাক/এসআর/কেকে