রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরিতে সন্তুষ্ট বাইডেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪২

ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের প্রথম দিনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের এই সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রকল্পের দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অত্যন্ত আনন্দের সঙ্গে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইইউ একটি নতুন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, এ প্রকল্প একে অপরের প্রতি সহযোগিতার প্রতীক। শনিবার ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ শিপিং এবং রেল যোগাযোগ করিডোর চালুর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

জি-২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে নরেন্দ্র মোদি, জো বাইডেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউরোপীয় ইউনিয়ন এ সিদ্ধান্ত গ্রহণ করেন। এ করিডোরকে ভারত, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক সুবিধা স্থাপনের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন মোদি।

করিডোরের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত অর্থনৈতিক অবকাঠামোর পাশাপাশি সামাজিকতাকেও গুরুত্ব দিচ্ছে। সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি জোর প্রদান করে তিনি বলেন, বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপন শুধু বাণিজ্য সুবিধাই বৃদ্ধি করে না, একইসঙ্গে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসাও বৃদ্ধি করে।

রোববার (১০ সেপ্টেম্বর) জি২০’র ১৮তম সম্মেলনের সমাপ্ত ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এরপর জোটের প্রেসিডেন্সি ব্যাটন তুলে তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার হাতে।

ইত্তেফাক/এসএটি