রংপুর নগরীতে চতুর্থ শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। বাবাহারা ও ভারসাম্যহীন মায়ের মেয়ে ওই ছাত্রী ফুপুরবাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল।
চলতি বছরের ২২ মার্চ প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাদিম বুশ (৩০) তার বাবাকে ঘরে পান দিয়ে আসতে বলে ওই ছাত্রীকে। ঘরে পৌঁছানো মাত্রই তাকে নিজাম মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য নানা ধরনের ভয়-ভীতি দেখায়। এভাবে নিজাম উদ্দিন ওই ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। চলতি সেপ্টেম্বরে ওই ছাত্রীর নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে জানতে পারে সে ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
জিজ্ঞাসা করা হলে ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি খুলে বলে এবং তার চাচা বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
রংপুর মেট্রোপলিটন থানার ওসি মাহফুজার রহমান বলেন, পুলিশ ধর্ষককে গ্রেপ্তারে কয়েক দফা অভিযান চালিয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।