এবারের ব্যালন ডি’অর মেসির হাতেই উঠবে- এমন আশাই করছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। খবর স্পোর্টস ব্রিফের।
সংবাদ সম্মেলনে এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে সোলবাক্কেন দিয়েছেন অবাক করা জবাব। তিনি বলেন, ‘যদি জানতে চান, কে জিতবে বলে মনে করছি- তাহলে আমি বলবো, মেসিই জিতবে, বিশ্বকাপ জয়ের জন্য তাকে ধন্যবাদ। এখনও এর রেশ কাটেনি।’
ব্যক্তিগত ক্ষেত্রে ফুটবলের প্রেস্টিজিয়াস এই পুরস্কারের জন্য অবশ্য বেশি ভাবছেন না আর্লিং হালান্ড। সম্প্রতি ফুটবল জগতে ফ্রান্স মেসিকে টপকে যেতে পারবেন কিনা সেই প্রশ্নের জবাবে ম্যানসিটির এই তারকা স্ট্রাইকার বলেন, ‘কঠিন প্রশ্ন। আমি অবশ্যই দৌঁড়ে থাকবো। আমি কি সেরা? হতেও পারি। আমি জানি, আমাকে আরও উন্নতি করতে হবে। এখনও বয়স কম। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি এই বছর আমার সুযোগ আছে।’
‘কঠিন প্রশ্ন। আমি অবশ্যই দৌঁড়ে থাকবো। আমি কি সেরা? হতেও পারি। আমি জানি, আমাকে আরও উন্নতি করতে হবে। এখনও বয়স কম। কিন্তু হ্যাঁ, আমি বিশ্বাস করি এই বছর আমার সুযোগ আছে’
- স্টালে সোলবাক্কেন, কোচ, নরওয়ে
এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ী মেসির সামনে অষ্টমবারের মতো গোল্ডেন বলটি অর্জনের সুযোগ এসেছে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় তার নাম আসা নিয়ে অনেক আগে থেকেই জল্পনা ছিল। সেই সঙ্গে আরও কিছু স্বাভাবিক নাম আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইনা ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে বড় তালিকায়ও গত দুই দশকে প্রথমবারের মতো ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এছাড়া, নাম নেই ব্রাজিলীয় সুপারস্টার নেইমার জুনিয়রেরও।
প্রসঙ্গত, ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ গত বুধবার রাতে ব্যালন ডি’অর ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৩০ অক্টোবর।