রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তেজগাঁওয়ে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৬

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোট লিখে ‘আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত একটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সুস্মিতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের সনজিৎ কুমার ও ডলি রানির সন্তান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি বলেন, ‘একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার। ধারণা করা হচ্ছে, সম্পর্কের অবনতি হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি (সুস্মিতা সাহা)। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার পরিচিত লোকজন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘সুস্মিতা মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। বর্তমানে তিনি কোথায় চেম্বার করতেন সেটা জানা সম্ভব হয়নি।’

ইত্তেফাক/এসএ/এইচএ