শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নোটিশ দেয়ার পরও অনিয়ম করে ভবন নির্মাণ, ভেঙে দিলো রাজউক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

রাজধানীর দক্ষিণ বনশ্রী নন্দিপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালায়। পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে। অভিযান চলাকালীন কয়েকটি ভবনের নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েড দখল করে ইমারতের নির্মাণ কাজ করায় তা উচ্ছেদসহ কাজ বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/১) দক্ষিণ বনশ্রী নন্দিপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ একটি ভবনে এক লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয় যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করে। সেইসাথে ভবন মালিকদেরকে কয়েকটি নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করা হয়।

রাজউকের জোন ৬/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, দক্ষিণ বনশ্রী নন্দিপাড়া এলাকায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চলে। ভবন মালিকরা রাজউকের নকশা নিয়ে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করেছে। প্রাথমিক ভাবে তাদের কয়েক বার লিখিতভাবে সতর্ক করলেও তার রাজউকের নকশা মানেনি। রাজউকের নকশা বহির্ভূত বিল্ডিং তুলতে যেনো না পারে তার জন্য রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

 

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, সহকারী অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ সাবিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন, মঞ্জুরুল আলম, বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম,মো: ইমরান শেখ, মোঃ জিয়াউদ্দিন,মোঃ কামরুজ্জামান,তারিফুর রহমান, বিশ্বজিৎ সিংহ, তুষার চন্দ্র বর্মন,তন্নয় দেবসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এসসি