শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভিয়েতনামে নয়তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১২

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ আগুনে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, মধ্যরাতে ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণে আসে। খবর এপির।

খবরে আরও বলা হয়েছে, নয়তলাবিশিষ্ট ওই ভবনে এ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। জীবিতদের উদ্ধারের জন্য অভিযান এখনও চলমান রয়েছে। ভবনটিতে মোট ১৫০ জনের বসবাস ছিল।

জানা গেছে, কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় ৭০ জনকে উদ্ধার করেছে। হতাহত ৫৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

ভিএনএ এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতালগুলো। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। টেলিভিশনের একটি ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীরা সিঁড়ি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে রাতে আগুন নেভানোর চেষ্টা করছেন। দিনের বেলায় ভবন থেকে ঘন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এএফপি নিউজ এজেন্সি বলেছে, বিল্ডিংয়ের ছোট বারান্দায় লোহার গ্রিল রয়েছে ও বিল্ডিং থেকে বের হওয়ার রাস্তা মাত্র একটি। ওই ভবন থেকে বের হওয়ার আর কোনো বিকল্প পথ নেই।

ভবনের কাছেই বসবাসকারী একজন নারী এএফপিকে বলেছেন, ‘অ্যাপার্টমেন্টটি এতটাই বদ্ধ যে ইমার্জেন্সিতে কারও পক্ষে বের হওয়া সম্ভব নয়। সাহায্যের জন্য অনেকই চিৎকার করছিল কিন্তু আমরা তাদের খুব বেশি একটা সাহায্য করতে পারিনি।’

অন্য একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ঘুমাতে যাচ্ছিলাম। তখনই পোড়া গন্ধ পাই। বাইরে গিয়ে দেখি ভয়ংকর আগুন লেগেছে। ধোঁয়া সর্বত্র ছড়িয়ে গেছিল। ছোট একটি ছেলে শিশুকে উঁচু থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছিল। আমি জানি না সে বেঁচেছিল কিনা? যদিও উদ্ধারকারীরা তাকে ধরার জন্য গদি ব্যবহার করেছিল।’

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম জানায়, আগুন লাগার পেছনে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছে ভিয়েতনাম। এর আগে, একটি তিনতলা বারে (মদ্যশালা) আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন আহত হন। এছাড়া, ২০১৮ সালে দেশটির হো চি মিন সিটির একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডেও ১৩ জনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এমটি/এইচএ