শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাকিব-বাবরের পর এবার রংপুর দলে ‘বেবি মালিঙ্গা’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬

সাকিব আল হাসান ও বাবর আজমের এবার মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স। আসন্ন ২০২৪ মৌসুমে রংপুরের জার্সিতে ‘বেবি মালিঙ্গা’ খ্যাত এই পেসারকে দেখা যাবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে  পাথিরানার একটি ছবি আপলোড করে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বেবি মালিঙ্গা: মাথিশা পাথিরানা একজন রাইডার।’

বৈচিত্র্যময় অ্যাকশন ও ইয়র্কারের কারণে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন মাথিশা পাথিরানা। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন চেন্নাই সুপার কিংসে, হয়েছেন চ্যাম্পিয়নও। চলতি এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করছেন, চার ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।

এর আগে আরেক লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে নেয় ২০১৭ সালের চ্যাম্পিয়নরা।

ইত্তেফাক/এইচএ

এ সম্পর্কিত আরও পড়ুন