সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চিকিৎসা শেষে ফিরেছেন এবাদত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৪

চোটের কারণে হুট করে বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে যান পেসার এবাদত হোসেন। পরে তাকে দ্রুতই লন্ডনে পাঠানো হয় চিকিৎসার জন্য। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গত ৩০ আগস্ট তার হাঁটুতে করা হয় অস্ত্রোপচার। পরে সেখানেই ছিলেন প্রাথমিক পুনর্বাসনে। এবার ফিরছেন দেশে। গতকাল বুধবার দেশে ফেরার জন্য লন্ডন থেকে রওনা দিয়েছেন তিনি।

বুধবার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিমানে বসা দুটি ছবি দিয়ে পেসার এবাদত হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দুঃখ ও সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ... অস্ত্রোপচার শেষে বাড়ি যাচ্ছি... আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।’ তবে দেশে ফিরলেও অন্তত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে এবাদতকে।

এর আগে গত জুলাই মাসে ঘরের মাঠে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। তবে তাকে রাখা হয়েছিল এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে। পরে চোট না সারায় সেখান থেকে তাকে পাঠানো হয় লন্ডনে। পরে সেখান থেকে বার্তা আসে, অপারেশনের পর পুনর্বাসনের অংশ হিসেবে লম্বা সময়ের জন্য মাঠের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে তাকে। এতে করে টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনা থেকেও ছিটকে যান তিনি।

ইত্তেফাক/জেডএইচ