বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

উদ্যমী সৈকতের উদ্যোগ ‘ব্রাইডাল থিওরি’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৫

তরুণ রক্তিম সৈকতের শুরুটা অনেকটা একরকম স্বপ্ন নিয়েই, তরুণ এই মানুষটি ফটোগ্রাফির ব্যস্ততম সংযোজন ব্রাইডাল থিওরির প্রধান।  বাংলাদেশে গেলো কয়েকবছরে বিয়েতে ফটোগ্রাফি করে নিয়েছে বিশেষ জায়গা।  এমনই একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা রক্তিম সৈকত, তরুণ এই মানুষটি পরিচালনা করেন ৩২জনের টিম। তাদের স্বপ্ন প্রতিষ্ঠান ‘ব্রাইডাল থিওরি’, জানা গেলো গেলো কয়েকবছরে ৫ হাজারের বেশী বিয়ের ইভেন্ট কাভার করেছেন তারা।

২০১৫ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। প্রথম থেকেই তরুণদের নিয়ে আমাদের টিম ছিল, বর্তমানে সিনিয়র বেশ কয়েকজন ফটোগ্রাফারও আমাদের সাথে কাজ করছেন।

বিয়েতে ফটোগ্রাফিটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে, কনের বা ছেলের কাছে বিয়ের ছবি অমূল্য। সাথে যুক্ত হয়েছে দারুণসব ভিডিও, রিলস সহ নানান রকমের সোশ্যাল মিডিয়া কন্টেন্টও।

সময়ের সাথে সাথে বদলায় সবকিছুই। রক্তিম বলেন, আমরা BRIDAL THEORY চেষ্টা করি প্রোগ্রামে সব ধরনের মজার মুহূর্ত গুলা আমাদের ফ্রেমে আনার, এটা তখনই সম্ভব যখন আমাদের সেবাগ্রহীতারা আমাদের সাথে মিশে যান।

তাদের অফিস ঘুড়ে দেখা মিললো ব্যস্ত সব মানুষের, কেউ ফটো এডিট করছেন, কেউ গতরাতের ছবি ড্রাইভে নিচ্ছেন কেউবা আবার গতরাতের মজার কোনো অভিজ্ঞতাকে মনে করে উচ্চস্বরে হেসে টিমকে জমিয়ে রাখছেন। 

প্রতিষ্ঠানটির সবাই মনে করেন, ব্যস্ত এই জীবনে ছবি স্মৃতির একটি বড় মাধ্যম। একজন বলেন, বিয়ের ফটোগ্রাফিতে আন্তর্জাতিক মহলে কাজের ইচ্ছে প্রতিষ্ঠানটির, বর্তমানে দেশের সব কটি জেলাতে ইভেন্ট কাভার করার সুযোগ হয়েছে আমাদের।

ব্রাইডাল থিওরির উদ্যোক্তা রক্তিম সৈকত তরুণ উদ্যোক্তাদের জন্য বললেন, কোয়ালিটি কাজের দাম সবসময়ই থাকবে।

ইত্তেফাক/এএইচপি