জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন হিসেবে ‘শব্দকুঞ্জ’র যাত্রা শুরু হয় ২০১৯ সালে। কিন্তু করোনাকালে এর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। তবে ‘শব্দকুঞ্জ’ প্রতিনিয়ত নতুন আঙ্গিকে এবং নতুন চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে। এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রশিক্ষক আরিফ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের সিনিয়র ডেমোনেসট্রেটর হিসেবে কর্মরত রয়েছেন। ছাত্রজীবনে আবৃত্তিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তিনি। নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ২০১৬ সালে। তিনি প্রাইভেট টিভি চ্যানেলে উপস্থাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। দেশে এবং দেশের বাইরে বাচিক চর্চা ও আবৃত্তিশিল্পী হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
এ পর্যন্ত ‘শব্দকুঞ্জ’র সদস্যদের দ্বারা বেশ কিছু আবৃত্তি অনুষ্ঠান পরিচালিত হয়েছে। এর মধ্যে রয়েছে বিজয়ের শব্দকুঞ্জ, অমর কাব্য কথার শব্দকুঞ্জ, ২০২২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি আয়োজন, ২০২২ সালে নজরুল জন্মজয়ন্তীতে শব্দকুঞ্জের উপস্থাপনা ছিল বিশেষ আয়োজন।
সংগঠনটির উদ্যোগে আরও কিছু উল্লেখ্যযোগ্য আয়োজন হলো ১৫ আগস্ট, ২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সাহিত্য সংঘ’র আমন্ত্রণে ‘শব্দকুঞ্জ’র উপস্থাপনা ‘মেঘ বালিকার জন্য রূপকথা’, রেডিও ধ্বনি ৯১.২ এফ এম’র আমন্ত্রণে শব্দকুঞ্জের উপস্থাপনা।
শব্দকুঞ্জের সদস্য অন্তর্ভুক্তির জন্য আগ্রহীদের বাচিক পরীক্ষা গ্রহণ করা হয় এবং সংগঠনের নিয়মাবলি সম্বলিত ফর্মের শর্ত পূরণের মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়।
বর্তমানে ‘শব্দকুঞ্জ’র মোট সদস্য সংখ্যা ৩০। সংগঠনের সদস্যদের বাচিক চর্চাকে সমৃদ্ধ করতে ‘শব্দকুঞ্জ’ নিয়মিতভাবে উন্মুক্ত আবৃত্তি আসর আয়োজন করে।
সংগঠনের সাংগঠনিক পদপ্রাপ্তদের মধ্যে বর্তমানে সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন যথাক্রমে সিনথিয়া জাহান বিথুন এবং মেহেদী হাসান রাশিক। সংগঠনের পরিচালক আরিফ হাসান সভাপতির দায়িত্ব পালন করছেন।
আরিফ হাসান বলেন, ‘আমার ছাত্ররা বেশ পরিশ্রমী। কণ্ঠে বাক্য ব্যয়ের ব্যাপারে প্রত্যেকে সচেতন। শব্দ, বাক্য, ভাব ও আবেগ কবিতা অনুযায়ী কতটা যৌক্তিক এবং প্রাণবন্তভাবে ধারণ করা যায় ‘শব্দকুঞ্জ’র প্রত্যেকটা সদস্য তা জানে।’