সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রথম বাংলাদেশি হিসেবে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন সুকান্ত কুণ্ডু 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৬

এডিটোরিয়ালজিই মিডিয়া এলএলসি এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুকান্ত কুণ্ডু সম্প্রতি সিএক্সও ২.০ কনফারেন্স আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি ও বাঙালি যিনি মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

আগামী বছরের ২০-২২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সুকান্ত কুণ্ডু দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ফ্রিল্যান্স লেখক এবং সাংবাদিক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি কবিতা, ছোটগল্প, কলাম এবং উপন্যাস লেখার সঙ্গে জড়িত আছেন।

২০১৯ সালের ৩০ অক্টোবর সুকান্ত কুণ্ডু এডিটোরিয়ালজিই ডট কম নামের একটি অনলাইন প্লাটফর্ম চালু করেন। বর্তমানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারতের পাঠকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই সাইট।

কর্মক্ষেত্রে সুকান্ত কুণ্ডু কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং আরও অনেক পেশার ফ্রিল্যান্স পেশাদারদের জন্য সুযোগ তৈরি করেছেন। এডিটোরিয়ালজিই বিশ্বব্যাপী শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান করেছে।

সুকান্ত কুণ্ডু জানান, পুরস্কার প্রাপ্তির এই কৃতিত্ব কর্মক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে তার কয়েক বছরের কঠোর পরিশ্রমকে অনুপ্রাণিত করেছে। এই সাফল্য তরুণ উদ্যোক্তাদের সাহসী কাজ করতে উৎসাহিত করবে এবং সফলতার মন্ত্রে উজ্জীবিত করবে।

তিনি আরও বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তি তাকে শুধু সাফল্য উদযাপন করতে নয়, বরং আরও দৃঢ়ভাবে আগামীতে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এই সম্মান তাকে মিডিয়া, ব্লগিং, বিজ্ঞাপন এবং ফ্রিল্যান্সিংয়ে আরও বেশি উদ্ভাবনী কাজ করতে সাহায্য করবে।

ইত্তেফাক/এএইচপি