শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস'র পেনিট্রেশন টেস্টিং পরিষেবায় সম্মাননা ক্রেস্ট অর্জন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৯

বাংলাদেশের শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস(ইআইসি), তাদের পেনিট্রেশন টেস্টিং পরিষেবার স্বীকৃতি হিসেবে ‘সম্মাননা ক্রেস্ট’ অর্জন করেছে। দেশের প্রথম সংস্থা হিসেবে এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল প্রতিষ্ঠানটি ।

সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত এ ‘সম্মাননা ক্রেস্ট’ পেনিট্রেশন পরীক্ষা পরিষেবায় নিরাপত্তা এবং উদ্ভাবনের প্রতি কঠোর এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ করে কাজ করে করে এমন সংস্থাগুলিকে দেওয়া হয়।  ইআইসি’র এই স্বীকৃতি পাওয়া বাংলাদেশে সাইবার নিরাপত্তার শ্রেষ্ঠত্বের জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এর বৈশ্বিক অবস্থানকে উন্নত করেছে।

ইআইসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউল ইসলাম মিশু এই যুগান্তকারী কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'এ স্বীকৃতি অর্জন আমাদের জন্য আনন্দের। এটি শুধুমাত্র আমাদের নিরলসভাবে শ্রেষ্ঠত্বের সাধনার প্রমাণ নয় বরং আমাদের ভোক্তাদের বিশ্বমানের পেনিট্রেশন টেস্টিং সার্ভিস প্রদানের প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন। বিশ্ব দরবারে বাংলাদেশের পথ প্রশস্ত করতে পেরে এবং আমাদের দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নজির স্থাপন করতে পেরে আমরা সম্মানিত'।

সাইবার সিকিউরিটি সলিউশন নিয়ে আগ্রহীদের জন্য এই স্বীকৃতি ইআইসি’র সক্ষমতার মানদণ্ড হিসেবে কাজ করবে। ইআইসি বাংলাদেশে সাইবার নিরাপত্তায় এর সুদীর্ঘ অভিজ্ঞতা এবং দৃঢ় ব্যবসায়িক মনোভাবের জন্য সুপরিচিত। অভিজ্ঞতার সাথে দক্ষতার সমন্বয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদানের নিশ্চয়তা দেয়।

ইত্তেফাক/এসসি