শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারতকে হারানোর পর যা বললেন শিশির 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৪

চলমান এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এমন জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।  

এক ফেসবুক বার্তায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লেখেন, 'ভালোবাসি সাকিব আল হাসান। দারুণ এক জয়, পুরো দলকেই অভিনন্দন।'

টস হেরে প্রথমে ব্যাট করে ভারতকে ২৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। তবে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই অবস্থান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় জুটি। 

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে ভারত। ফলে বাংলাদেশ জয় পায় ৬ রানে। ব্যাট হাতে ৮০ রান করারা পাশাপাশি বল হাতে ১ উইকেট নেনে সাকিব।  

 

ইত্তেফাক/জেডএইচ