রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মুগদায় যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় রবিন (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই যুবকের বাবা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোরাকালা গ্রামের আব্দুল আওয়াল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৈনিক বাংলা মোড়ের ফুটপাতে জুতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
 
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ফরহাদ ও নাহিদ সাংবাদিকদের বলেন, মান্ডা এলাকার হিরো মিয়ার গলিতে রাস্তার ওপর আহত অবস্থায় পড়ে ছিলেন ওই যুবক। তখন স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলের আশপাশের মানুষদের কাছ থেকে জানা যায় ছাদ থেকে পড়ে মারা গেছে ওই যুবক।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান নিহতের স্বজনরা।

তার চাচা মো. সোহাগ বলেন, ‌‘রবিন মান্ডা ল্যাটকার গলিতে স্ত্রী হ্যাপি আক্তার ও দুই সন্তানসহ বসবাস করতো। দৈনিক বাংলা মোড়ে ফুটপাতে জুতা বিক্রি করেন রবিন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুইজন রবিনের বাসায় খবর দেন, রবিন হিরো মিয়ার গলির একটি বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর তারা হাসপাতালে গিয়ে রবিনের মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের ডান পা ভাঙা ও মাথায় আঘাত রয়েছে। মুগদা থানায় বিষয়টি জানানো হয়েছে।

ইত্তেফাক/এইচএ