রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ওরা মুখোশ পরে, গ্রিল কেটে গার্মেন্টসের কাপড় চুরি করেছিল’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫

চট্টগ্রামে একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চুরি যাওয়া ১০১ রোল কাপড় উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা কাপড়ের দাম ১ কোটি টাকা। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) পিবিআই চট্ট-মেট্রো কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো আবুল বশর প্রধান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ মুজিবুল হক, মো. পারভেজ, মো. ইউসুফ, মো. আলমগীর, মো. শামসুল আলম, মো. মাসুদ প্রকাশ পিচ্চি মাসুদ ও মো. আরিফুর রহমান চৌধুরী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া হুলাইন এলাকায় রপ্তানিকারক গার্মেন্টস প্রতিষ্ঠান দি নীড অ্যাপারেলসের গুদাম থেকে সম্প্রতি বিপুল পরিমাণ আমদানিকৃত কাপড়ের রোল চুরি হয়। গত ২৬ আগস্ট গুদামের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, মুখোশ পরা চোরের দল ১৮, ২৩ ও ২৬ আগস্ট গভীর রাতে জানালার গ্রিল কেটে উক্ত গুদামে প্রবেশ করে কাপড়ের রোল বের করে আনে। এরপর তারা গুদামের সামনে রাখা একটি পিকআপ ভ্যানে করে রোলগুলো নিয়ে যায়। পিকআপের সঙ্গে একটি সাদা রঙের প্রাইভেট কার এবং একটি অটোরিকশা পাহারা দিয়ে নিয়ে যায়। 

ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পর পিবিআই টিম চুরি যাওয়া ১৪৮ রোল কাপড়ের মধ্যে ১০১ রোল নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার কাটাপাহাড় লেন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে দি নীড অ্যাপারেল কর্তৃপক্ষ উদ্ধার করা কাপড় তাদের প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া কাপড় বলে সনাক্ত করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। পুলিশ সদর দফতর এই মামলার তদন্তভার পিবিআই চট্ট-মেট্রোকে দেয়। ঘটনা তদন্তে নেমে জেলার সীতাকুণ্ড উপজেলার শীতলপুর থেকে চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে। তদন্তে আরও দেখা যায়, অন্তত ২০ থেকে ২৫ জনের একটি দল দুর্ধর্ষ এই চুরিতে অংশ নিয়েছে।  

ইত্তেফাক/পিও