সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নির্বাচন বিরোধীরা মাঠে নামলে শক্ত হাতে দমন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮

রাজশাহী-৬ বাঘা-চারঘাট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের কথা আমরা ভুলিনি। সেইবার জামায়াত-বিএনপিরা বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদানে বাধা প্রদানসহ ককটেল নিক্ষেপ এবং এ দেশের অসংখ্য হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন জালিয়ে লুটপাট করেছিল। কিন্তু এবার সে সুযোগ নেই। এবার যদি কেউ নির্বাচনে বাধা দিতে আসে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাঘার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে সব বেইমান ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার দুই কন্যাকে হত্যা করতে পারেনি, তারা ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়। কিন্তু ভাগ্যক্রমে সেদিনও প্রানে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা। আর এ ঘটনার নায়ক তারেক জিয়া। বর্তমানে তিনি সাজা ওয়ারেন্ট নিয়ে দেশের বাইরে পালিয়ে আছে। তবে বর্তমানে শেখ হাসিনা আর জীবনের পরোয়া করেন না। তার মাথায় এখন একটিই চিন্তা, পিতার স্বপ্ন বাস্তবায়ন করে এই দেশকে সোনার বাংলা গড়ার। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

ছবি: নুরুজ্জামান

শাহরিয়ার আলম বলেন, নিজের ভাগ্য উন্নয়ন কে না চাই। আমি এ অঞ্চলে যাদের নানাভাবে সহায়তা করেছি তাদের অনেকে বর্তমানে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছেন। কেউ নিজের নামে, কেউবা মেয়ের নামে। আমি গত ১৫ বছর ধরে এ অঞ্চলের মানুষের সঙ্গে আছি। আমার কাওকে চিনতে বাকি নেই। আমি যাদের সবচেয়ে বেশি সুযোগ-সহায়তা দিয়েছি এখন তারাই আমার সঙ্গে বেইমানি করছে। এদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, আমি চাই বাগানে অনেক ফুল ফুটুক। তবে আমি শ্রেষ্ট ফুলটি বেছে নেবো। প্রধানমন্ত্রী এই দেশটিকে স্মাট বাংলাদেশ বানাতে চান। তবে দুর্নীতি করে নয়, মুরব্বীদের সঙ্গে সালাম বিনিময় এবং শততার ভিত্তিতে। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি এবং ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি অপারেশন ক্লিনহাট চালিয়ে এ দেশের শত-শত মানুষকে হত্যা করেছে। তারা আন্দোলনের নামে হেফাজতে ইসলামকে রাস্তায় নামিয়ে  নিজেরা ঘরে বসেছিলো। যেমনটি এখন করে থাকে, তারেক জিয়াসহ তাদের ঊর্ধ্বতন নেতারা। 

প্রক্ষান্তরে ড. ইউনুস নানা কৌশল খাটিয়ে অনেক টাকার মালিক হয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো সততা নেই। ক’দিন আগে পত্রিকায় দেখলাম, সম্প্রতি একজন মানুষ কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার করে জীবনের জ্বালা মিটিয়েছে। প্রশ্ন হলো-ঐ মানুষটি কেন কিস্তর টাকা তুলে ছিলো? হতে পারে সাংসারিক অভাব-অনটন, কিংবা কন্যার বিয়ে অথবা পরিবারে কেউ অসুস্থ। তাহলে কিস্তি আদায় কারিরা এমন অত্যাচার শুরু করলো যে, ঐ লোকটি আত্মাহত্যার পূর্বে কাগজে লিখে গেলো ‘আমি কিন্তু টাকা আদায়কারীদের অত্যাচার সাইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলাম।’ বিচার বিভাগের ভাষায় এটিকে বলা হয়, আত্মহত্যা প্ররোচনা। 

ছবি: নুরুজ্জামান

সবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আবারও নৌকাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। 

বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার  মাহামুদুল হাসান, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, আড়পাড়া ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি জিজ্জুল রহমান, সাধারণ সম্পাদক শ্রী অরুন কুমার ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন। 

উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও নছিম উদ্দিন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক কেতাব আলী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও সব সহযোগী সংগঠনের নেতারাসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।  

ইত্তেফাক/পিও