রোববার, ০১ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফেনসিডিলসহ ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২

ব্রাহ্মণবাড়িয়ায় অটোপার্টসের দোকান থেকে ৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহসড়কের সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক ও বিশ্বরোড শাখার শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব মো. আরব আলী বক্স (৩৬) এর ফারিয়া অটো পার্টসের দোকানে অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার মো. ঈমান আলীর ছেলে।

অভিযান চালানোর সময় একই উপজেলার উচালিয়া পাড়ার উত্তরপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৩) ও জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ােনর চান্দিহারা মধ্যপাড়া মনির মিয়ার ছেলে মো. দুলাল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে।

ব্রাহ্মণবাড়িয়া মাদকব্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলার সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোডের পাশে শ্রমিক নেতা আরব আলী বক্স পার্টসের দোকান ‘ফারিয়া অটো পার্টস’ দোকানে পার্টসের আড়ালে দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আরব আলীর বক্সের পার্টের দোকানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তার পার্টসের দোকান তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ইতিপূর্বে সিএনজি থেকে চাঁদা উত্তোলনের ঘটনায় বাকবিতণ্ডা হয়েছে আমার সঙ্গে। এ সময় সে হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শারিরীকভাবে নাজেহাল করে। খবর পেয়ে জেলা পুলিশ ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জেলার সদর, সরাইলসহ বিভিন্ন স্থানে হত্যা মামলা, নারী নির্যাতন, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ইত্তেফাক/পিও