বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রামপুরায় ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

রাজধানী রামপুরায় ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় বনশ্রী সোসাইটি মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. ফারুক মিলন,  রামপুরা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাদল, ৯৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে এম রহমত উল্লাহর ছেলে হেদায়েত উল্লাহ রন।  

কর্মী সভায় প্রধান বক্তা ফারুক মিলন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার মার্কা নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য ভোটারদের কাছে বাস্তবায়ন করা উন্নয়নমূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানাতে হবে।

ইত্তেফাক/এএএম