সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল-কড্ডা সড়কের দু’ধারে মরা গাছ থাকায় ঝুঁকিতে চলাচল করছে এ সড়কে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা। রাতে যানবাহন কম চলাচল করলেও দিনভর শত শত যানবাহন চলাচল করে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের জনগুরুত্বপূর্ণ এই সড়কে।
চালক, যাত্রী ও পথচারীরা জানায়, কামারখন্দ উপজেলার প্রধান বাজার জামতৈল। এই জামতৈলে রয়েছে উপজেলা পরিষদ, জামতৈল রেলওয়ে স্টেশনসহ নানা সরকারি, বেসরকারি স্থাপনা। সিরাজগঞ্জ শহরে যাবার প্রধান সড়ক ও দেশের বিভিন্ন প্রান্তে যেতে মহাসড়কে পৌঁছানোর একমাত্র সড়ক জামতৈল-কড্ডা সড়ক। যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। কিন্তু দীর্ঘদিন যাবত জামতৈল-কড্ডা সড়কের দু’ধারের বড় বড় প্রায় অর্ধশত মরা গাছ কাটতে তেমন কোনো উদ্যোগ নেয়নি বন বিভাগ। এতে করে এই মরা গাছগুলোর কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে।
সিএনজি চালক হাফিজুল ও হাসান বলেন, এই সড়কে আমরা নিয়মিত চলাচল করি। কিন্তু এই মরা গাছগুলোর কারণে আমাদের খুব ভয়ে গাড়ি চালাতে হয়। গাছগুলো মরে গেছে অনেক আগেই। এগুলো আরও আগেই কাটা উচিত ছিল। এখন যে অবস্থায় মরা গাছগুলো রয়েছে তাতে হালকা ঝড় বাতাসেই যেকোনো সময় সড়কের উপর ভেঙে পড়তে পারে। এতে করে আমাদের ও গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হতে পারে।
উপজেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইতিমধ্যে এই সড়কের গাছগুলো কাটার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। মরা গাছগুলো খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত গাছগুলো কেটে কারও হেফাজতে রাখার ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা জানান, জামতৈল-কড্ডা সড়কের দু’ধারের মরা গাছ কাটার ব্যাপারে জেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হবে।