বাজারে অস্থিরতা কমাতে সরকার ডিম, আলু ও পেঁয়াজের দর বেঁধে দিলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। কোনো কোনো বাজারে বেঁধে দেওয়া দরে ডিম বিক্রি করা হলেও আলু, পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে গেলে এ চিত্রই দেখা যায়। ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাগফুর রহমানের নেতৃত্বে নতুন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে গতকাল রাজধানীর ভাটারার নতুন বাজারে অভিযান চলাকালে অনেক দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যান। কেউ কেউ আবার ত্রিপল দিয়ে দোকান বন্ধ করে বাজারের আশপাশে অবস্থান নেন। অনেকেই আবার শাটার লাগিয়ে দোকান পুরোপুরি বন্ধ করে দেন।
এ সময় ক্রেতারা বাজারে কেনাকাটা করতে আসলেও বিক্রেতারা বলেন, এখন দুপুরের খাবার সময়। তাই দোকান বন্ধ রাখা হয়েছে। তবে অভিযানের সময় ঘড়িতে তখন সাড়ে ১২টার মতো বাজে। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্রেতা জানান, সরকার খুচরা বাজারে অভিযান চালাচ্ছে। আমাদের জরিমানা করছে। কিন্তু আমাদেরতো এসব পণ্য বেশি দামে কেনা। তাই ভোক্তা অধিদপ্তরকে পাইকারি বাজারে ও আড়তে অভিযান চালাতে হবে। সেখানে দাম কমলে খুচরা বাজারে এমনিতেই দাম কমে যাবে।
অভিযান প্রসঙ্গে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান ইত্তেফাককে বলেন, নতুন বাজারে অভিযানে আমরা দেখেছি, ডিমের দামটা সরকারের বেঁধে দেওয়া দরে বিক্রি হচ্ছে। কিন্তু আলু ও পেঁয়াজটা বেঁধে দেওয়া দরের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে। বেশি দামে বিক্রির ক্ষেত্রে কোনো কোনো খুচরা ব্যবসায়ী পাইকারি বাজার থেকে তাদের বেশি দামে পণ্য কেনার রশিদ দেখিয়েছে। তিনি বলেন, গতকাল অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাকা রশিদ না থাকা, বেঁধে দেওয়া দামের চেয়ে পণ্যের দাম বেশি রাখাসহ বিভিন্ন কারণে এ জরিমানা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিম, আলু ও দেশি পেঁয়াজের বেঁধে দেওয়া দর নিশ্চিতে নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করা হবে।