রাজধানীর দক্ষিণখান ও সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। সিদ্ধিরগঞ্জে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। দক্ষিণখান অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেলে। দক্ষিণখান ও সিদ্ধিরগঞ্জ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের সামনে সেটব্যাক আংশিক এবং ওয়াল ভেঙ্গে অপসারণ করা হয় এছাড়াও কয়েকটি ভবনের বর্ধিত ক্যান্টিলিভার ভেঙ্গে অপসারণ করা হয়।
দক্ষিণখান এলাকায় অভিযান সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৪/৩) দক্ষিনখানে আইনুছবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। আজকে অভিযানে নকশা বহির্ভূত ৪টি ভবনে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।
সিদ্ধিরগঞ্জ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/৩ এর আওতাধীন সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসা এলাকায় মুবাশ্বির মানযিলসহ নকশা বহির্ভূত কয়েকটি ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দক্ষিণখান এলাকায় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন (রাজউক জোন ৪/৩ ) অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামান, সহকারী অথরাইজড মো: এস এম মতিউর রহমান,প্রধান ইমারত পরিদর্শক শামস আব্দুর রাকিব, ইমারত পরিদর্শক নির্মল মালোসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
সিদ্ধিরগঞ্জ এলাকায় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন (রাজউক জোন ৬/৩ ) অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল,ইমারত পরিদর্শক মোঃ মাসুদ রানা, মো: হাবিবুর রহমান, আবু বকর সিদ্দিক।