ভারতের দিল্লিতে দেশটির পুলিশ কনস্টেবলের এক প্রধানকে বেধড়ক পিটিয়েছেন দুই ছেলে ও তাদের মা। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ভুক্তভোগী কনস্টেবল প্রধান তাদের ভালোভাবে গাড়ি চালাতে বলেছিলেন কারণ তাদের গাড়ি অনেক কাছ দিয়ে যায় এবং তার গাড়িকে সামনের দিকে ধাক্কা দেয়। গত ১৫ সেপ্টেম্বর দিল্লির তিলক নগরে ঘটেছে এ ঘটনা।
ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম এম জি রাজেশ। তিনি অভিযোগে বলেছেন, তার গাড়িতে ধাক্কা লাগার পর তিনি দুই পুরুষ ও এক নারীকে তাদের গাড়ি জোরে না চালাতে বলেন। এরপর রাজেশ বাড়ি ফিরছিলেন।
৫০ বছর বয়সী রাজেশ যখন বাড়ি ফিরছিলেন তখন তার পথরোধ করেন ওই তিনজন। এরপর তারা রাজেশকে তার গাড়ি থেকে টেনে বের করে এবং ইট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন। সেইসঙ্গে তারা তার গাড়িতেও ভাঙচুর চালায়।
রাজেশ বলেছেন, তাদের একজন ইট দিয়ে আমার গাড়ির জানালা ভেঙ্গে দেন। একই ব্যক্তি আমায় গাড়ি থেকে বের করে আনে এবং মারধর করে। সেইসময় আমি একজনকে সেখান থেকে সরিয়ে দিই। কিন্তু তাদের মা আমায় ইট দিয়ে আঘাত করে এবং তার এক ছেলে লোহার রড দিয়ে আমায় মারে।
এতে আমি অজ্ঞান হয়ে পড়ি, বলেন রাজেশ। রাজেশের ছেলে বলেন, বাবাকে হামলার পর তারা পালিয়ে যায়। এরপর এক লোক আমার বাবাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়।
আমার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি গুরুতর আহত, বলেছেন রাজেশের ছেলে। পুলিশ ইতিমধ্যে দুই ভাইকে গ্রেপ্তার করেছে এবং এ হামলায় ওই নারীর ভূমিকা তদন্ত করছে।