‘মাদক নয় খেলার জন্য মাঠ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে জুরাইন এলাকার বেশ কয়েকটি ক্রীড়া সংগঠন।
জুরাইন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান মিতু ও জুরাইন ফুটবল একাডেমির ক্রীড়া সম্পাদক সোহাগ দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুল-তলা মাঠ আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, পরিবেশ আন্দোলন বাপার মোঃ সুমন শেখ, বাংলাদেশ শিল্প গোষ্ঠীর মো. আনিছুর রহমান অদিতি, জাগরণী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সাজ্জাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুরাইন, মুরাদপুর শ্যামপুর, দনিয়া, ধোলাইপারসহ অত্র এলাকায় কোথায়ও খেলার মাঠ নাই। এই এলাকার ছেলে মেয়েদের স্বাভাবিক প্রতিভা বিকাশ হচ্ছে না। আর এই কারণেই স্কুলের গণ্ডি পার না হতেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। আমরা মনে করি, পড়াশুনার পাশাপাশি একমাত্র খেলাধুলাই ফিরিয়ে আনতে পারে সুস্থ সমাজ ব্যবস্থা।
এসময় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই এলাকায় একটি খেলার মাঠের জায়গা করে দেয়ার জন্য দাবি জানান।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, ঢাকা সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়ার হাসানুজ্জামান খান বাবলু সহ সকল ক্রীড়া সংগঠন ও ঢাকা-৪ আসনের পক্ষ থেকে জুরাইন ফুটবল একাডেমি।