শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার 'বদলা' নিলো ভারত, কানাডার কূটনীতিককে বহিষ্কার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪

এবার যেন বদলা নিল ভারত। দেশটি কানাডার একজন সিনিয়র কূটনীতিককে আগামী পাঁচ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। তবে এ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে কানাডাও ভারতীয় একজন কূটনীতিককে তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। চলতি মাসে জি-২০ সম্মেলন শেষ হতে না হতেই ভারত ও কানাডার সম্পর্কের ফাটল প্রকাশ্যে এসেছে। শুরুতে দেশটি ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি স্থগিত করেছে। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার দেশটির পার্লামেন্টে চাঞ্চল্যকর এক দাবি করেন। 

ট্রুডো বলেছেন, শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। কানাডার গোয়েন্দা সংস্থা নিজ্জারের হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। 

এই ঘটনার জের ধরে কানাডা পবন কুমার নামের একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। এরপরেই ভারত ট্রুডোর এমন দাবির কড়া প্রতিক্রিয়া জানায়। ভারত সরকার এ অভিযোগকে 'অযৌক্তিক' বলে নাকচ করে দিয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রুডোর মন্তব্যকে প্রত্যাখ্যান করে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের বিবৃতিতেঅভিযোগ তোলা হয়, কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়ে আসছে। এরপরেই শেষমেশ পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলো দেশটি।

ইত্তেফাক/এসআর