শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইলন মাস্কের বউ কোথায়, জানতে চাইলেন এরদোয়ান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫০

ধনকুবের ইলন মাস্ক তার ছেলে এক্সকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে সঙ্গে তার স্ত্রী ছিলেন না। সাক্ষাতে দুজনের মধ্যে বেশ রসিকতা হয়। তাদের সাক্ষাৎটি হয়েছে নিউইয়র্কে তুর্কি হাউজে। এসময় মজা করেই প্রেসিডেন্ট মাস্কের কাছে জানতে চান তার বউ কোথায়।

এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, মাস্কের কোলে তার ছেলে এক্স। তুর্কি প্রেসিডেন্ট ছেলেটিকে ফুটবল দিতে চাচ্ছেন কিন্তু সে নিচ্ছে না। এ সময় এরদোয়ানকে মাস্কে বলেন, ‘আপনার স্ত্রী কোথায়?’

জবাবে মাস্ক বলেন, ‘ওহ, তিনি সান ফ্রান্সিসকোতে আছেন। আমরা এখন আলাদা হয়ে গেছি। তাই আমিই আমার ছেলের দেখাশোনা করি।’

মাস্কের বান্ধবী কানাডিয়ান গায়ক গ্রিমস। তাদের তিন সন্তান। ২০২০ সালের মে মাসে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু তারা এখনো বিয়ে করেননি। তবে এর আগে কানাডিয়ান লেখক জাস্টিন উইলসন এবং ইংরেজ অভিনেতা তালুলাহ রিলিকে বিয়ে করেছিলেন মাস্ক।

মাস্ক-এরদোয়ানের বৈঠকে তুরস্কে টেসলার সপ্তম কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টারলিংক বিষয়ে সহযোগিতার জন্য তুরস্ক উন্মুক্ত বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে মাস্ক এরদোয়ানকে বলেছেন, তার দেশ নতুন কারখানার জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে অন্যতম’। স্পেসএক্স তুরস্কে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা দিতে প্রয়োজনীয় লাইসেন্স পাওয়ার জন্য তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে চায়।

ইত্তেফাক/এসএটি