বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাকেরগঞ্জে ৪৯৪ পিস ফেনসিডিল জব্দ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বটতলা এলাকায় মাদক বহনকারী একটি প্রাইভেট কার আটক করে ৪৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি দল মাদক বহনকারী একটি প্রাইভেট কার ‘ঢাকা মেট্রো গ ১২-২৩৭৬’কে বরিশাল থেকে ধাওয়া করে। বিষয়টি বাকেরগঞ্জ থানাকে জানানো হয়। এরপর পৌরসভার ভরপাশা বটতলা নামক স্থানে এলে সাদা রংয়ের প্রাইভেট কারে থাকা মাদক কারবারিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেট কার রেখে চালকসহ পালিয়ে যায়। এরপর বাকেরগঞ্জ থানা পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে ও ৪৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করে।’

এদিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কনস্টেবল সানি ও মেহেদি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ‘প্রাইভেট কারটি জব্দ করে থানায় এনে তল্লাশি করে ৪৯৪ পিস ফেনসিডিল পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

ইত্তেফাক/এইচএ