ফেনীর ফুলগাজীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যুর হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) ও দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, নিহত সুমি আক্তার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই সন্তান শাহিদ ও সিয়াম তার পাশে খেলা করছিলো। হঠাৎ খড়ের গাদাটা তাদের ওপর ভেঙে পড়ে যায়। মুহূর্তে দুই সন্তানসহ সুমি আক্তার গাদায় নিচে চাপা পড়ে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসা তাদের মৃত ঘোষণা করে।
স্বজন ও স্থানীয় এলাকাবাসী বলেন, এ ধরনের ঘটনায় প্রথম দেখেছেন ও শুনেছেন। ঘটনার পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, ৩ জন নিহত হওয়ার খবর আমরা পেয়ে ঘটনাস্থলে এসেছি।
ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার তানিয়া ভূঁঞা দুঃখ প্রকাশ করে বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার বিষয়ে আবেদন দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।