সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রথম ম্যাচেই বৃষ্টির চোখ রাঙানি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮

দুই সপ্তাহ পরে ভারতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। প্রায় সব দেশই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও এখন দল ঘোষণা করেন নাই বাংলাদেশ। ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মত সেই প্রস্তুতি সেরে দল ঘোষণা করতে চায় বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দুইটায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে। তবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের এই ম্যাচে আছে বৃষ্টির সম্ভাবনা। ঢাকার আকাশে সকাল থেকে রৌদ্রজ্জ্বল। তবে বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৩ কিলোমিটার। আর সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ