রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে বন্ধুর মৃত্যুর খবরে আরেক বন্ধুর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭

ছেলেবেলা থেকে একসঙ্গে বেড়ে উঠেছেন আজম ও আরাফাত। দুই বন্ধু সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকেছেন একে অপরের। এবারে একিসঙ্গে পাড়ি জমালেন অনন্তযাত্রায়ও। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয় আরাফাতের। আর এ সংবাদ শোনার পর পরই বন্ধু আলী আজম অসুস্থ হয়ে পড়েন। তখন স্বজনেরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার ব্যবস্থা করেন। চমেকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আজমকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড আজিম পাড়া সাহাব্বের বাপের বাড়ি নিবাসী মুছা সওদাগরের ছেলে আরাফাত (২৭) ও একই এলাকার নুরুল ইসলামের ছোট ছেলে, দুই সন্তানের জনক আলী আজম (২৮)।

আসরের নামাজের পর কালাচাঁন ফকির জামে মসজিদ প্রাঙ্গণে আরাফাতের জানাজা ও বাদ এশা আজমের জানাজার পর এলাকার কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

মেম্বর মো. আজম বলেন, দুঃখজনক মৃত্যু। একজনকে আসরের নামাজের পর ও অন্যজনকে এশার নামাজের পর দাফন করা হয়েছে । 

ইত্তেফাক/এআই