রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফক্স চেয়ারম্যানের পদ ছাড়লেন রুপার্ট মারডক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২০

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক। ৯২ বছর বয়সি মারডক প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে এক ঘোষণায় বলেছেন, তার জন্য এটিই সঠিক সময় অন্য দায়িত্বে নজর দেওয়ার।

গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে মারডক আরো জানান, চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে নিজেকে উভয় প্রতিষ্ঠানের ইমেরিটাস চেয়ারম্যান হিসেবে দেখতে চান তিনি। চিঠিতে তিনি বলেছেন, ‘আমাদের কোম্পানিগুলো বেশ শক্তিশালী অবস্থায় আছে। অনেকটা আমার মতো। আমাদের সুযোগগুলো আমাদের বাণিজ্যিক চ্যালেঞ্জগুলোকে ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, ‘আসন্ন বছরগুলো সম্পর্কে আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। আমি অবশ্যই আছি এবং আগামীতেও এখানে থাকার পরিকল্পনা রয়েছে।’ 

রুপার্ট মারডক মাত্র ২২ বছর বয়সে পৈতৃক সূত্রে পাওয়া সংবাদপত্রের ব্যবসার হাল ধরেন। রুপার্ট ও তার পরিবারের সদস্যরা পাঁচটি দেশ জুড়ে মোট ১২০টি সংবাদপত্রের মালিক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট, ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাজ্যের দ্য সান ও দ্য টাইমসের মালিকও তিনি। ফক্স ও নিউজ কর্পোরেশন দুটি পৃথক কোম্পানি। মূলত এ দুটি কোম্পানির অধীনেই তার সংবাদমাধ্যমগুলো পরিচালিত হয়। বহুদিন ধরেই এ দুই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মারডক।

১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন মারডক। দিনে দিনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দর্শকনন্দিত সংবাদ চ্যানেলে রূপ নেয় ফক্স। এর আগে মার্কিন মিডিয়া মোগল মারুডক তার ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশন নামের দুটি প্রতিষ্ঠানকে একীভূত করার কথা বলেছিলেন। কয়েক মাস পরই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

ইত্তেফাক/এএইচপি