বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেসির যে স্বপ্ন পূরণ হয়নি!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য সবগুলো স্বপ্ন পূরণ করলেও লিওনেল মেসির এমন একটি ইচ্ছা রয়েছে যা কখনও সামনে আসেনি। ক্রীড়া বিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার লুকিয়ে রাখা সেই ইচ্ছার কথাই জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।

ওলগাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৭ সালে আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ের আগে দুটি ও বিয়ের পর একটি ছেলের জন্ম হয়। এবার তিনি একটি মেয়ে সন্তানের অপেক্ষায় রয়েছেন বলে টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কি না। আন্তোনেল্লা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা তার সন্তানদের সঙ্গ দেয়। তবে ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে তাদের কাছ থেকে আমাকে বেশির ভাগ সময় দূরে থাকতে হয়।’

ইত্তেফাক/এইচএ