রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরিবারের সামনেই তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮

ভারতের হরিয়ানার পানিপথে পরিবারের সদস্যদের সামনেই তিনজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের কাছে ধারালো ছুরি ও অন্যান্য অস্ত্র ছিল। অভিযুক্ত চার ব্যক্তি ভুক্তভোগীদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের রশি দিয়ে বাঁধে। এরপর তিন নারীকে ধর্ষণ করে। 

পুলিশ আরও জানায়, অভিযুক্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও জুয়েলারি চুরি করেছে। এছাড়া এ ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে একই রাতে আরেক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।  

পুলিশ ধারণা করছে, একই ব্যক্তিরা এ কাজ করেছেন। ইতিমধ্যে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে। 

ইত্তেফাক/এসআর