জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি বাজারে অতিরিক্ত মুনাফার আশায় আলু-পেঁয়াজ-ডিমের মূল্য বেশি রাখায় চারজন খুচরা ও পাইকারি ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এসব কৃষিপণ্যের দাম বাড়ানোর জন্য এসব ব্যবসায়ীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ইউএনও বাজারের সব ব্যবসায়ীকে সরকারি মূল্যবিধি অনুসরণের নির্দেশ দেন।
ভ্রাম্যমান আদালতে বিচার শুনানি চলাকালীন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম ও মাদারগঞ্জ মডেল থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।