রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এবার নাসিমকে দলে ভেড়ালো কুমিল্লা 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৫

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে একের পর এক চমক দিয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার পাকিস্তানি পেসার নাসিম শাহকে দলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে আসন্ন বিপিএলেও তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে চারবারের শিরোপাজয়ী এই দলটি।  

এর আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদসহ ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন, ব্যাটার জনসন চার্লস, আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলীকে দলে নিয়েছে কুমিল্লা।

ইত্তেফাক/ওএফ/জেডএইচ