বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জার্মানির কোচ হলেন নাগালসম্যান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৭

কাতার বিশ্বকাপের পর থেকে খুবই বাজে সময় পার করছে জার্মানি। সম্প্রতি এক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৪-১ গোলে হারার পর কোচ হ্যান্সি ফ্লিককে বরখাস্ত করে জার্মানি। তবে কয়েকদিন গুঞ্জনের পর জুলিয়ান নাগালসম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সাবেক এই বায়ার্ন মিউনিখ কোচের সঙ্গে জার্মান জাতীয় দলের চুক্তি হয়েছে মাত্র এক বছরের। চুক্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাইয়ের পর তিনি চাইলে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিতে পারবেন। 

নাগালসম্যানের সহকারী হিসেবে কাজ করবেন সান্দ্রো ওয়াগনার ও বেঞ্জামিন গ্লুক। দায়িত্ব পেয়ে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফবি) নাগালসম্যান বলেছেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ এবার নিজ দেশে। যা খুবই বিশেষ, কয়েক দশক পরে ঘরের মাঠে এমন আসর আয়েজনের সুযোগ মেলে। টুর্নামেন্টটা স্মরণীয় করার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই চ্যালেঞ্জ নিতে আমি উন্মুখ ছিলাম।’

ইত্তেফাক/ওএফ/জেডএইচ