রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯, দাবি ইউক্রেনের  

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৫

সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে শুক্রবার (২২ সেপ্টেম্বর) অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। হতাহতের মধ্যে দুইজন জেনারেলও আছেন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধানের বরাত দিয়ে আজ শনিবার গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের প্রধান গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো ভয়েস অব আমেরিকাকে বলেছেন, আহতদের মধ্যে কর্নেল জেনারেল আলেকজান্ডার রোমানচাকের অবস্থা অনেক শোচনীয়। এছাড়া চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সেভকোভ অচেতন অবস্থায় আছেন। 

গতকাল কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভবনের ছাদ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, হামলার ফলে একজন সামরিক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। 

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল হামলার সময় রাশিয়ার নৌবহরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছিল। সম্প্রতি ক্রিমিয়া ইউক্রেনের বাহিনী হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে।

ইত্তেফাক/এসআর/এআই