বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বইয়ের যত্ন নিতে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪১

জ্ঞানের আলোয় আলোকিত করার সবচেয়ে উত্তম একটি মাধ্যম হলো বই। আর এই বই আমাদের জানার পথকে প্রশস্ত করে। এজন্য আমাদের মধ্যে যারা বই পড়েন তাদের জন্য, প্রতিটি ঘরেই একটি জায়গা বইয়ের জন্য থাকা প্রয়োজন। শুধু দামি দামি বই কিনে সেলফে সাজিয়ে রাখলে হবে না। নিয়মিত ভালো ভালো বই পড়া উচিত, সেই সাথে বইয়ের যত্ন নেওয়াও প্রয়োজন—

বইয়ের যত্নে যা করতে হবে: 

  • বই ভাঁজ করে ভেঙে পড়বেন না, সোজা করে বই পড়লে তা বেশিদিন টেকসই হয়।
  • খাওয়ার সময় বই পড়া ঠিক নয়। খাবারের দাগ লাগতে পারে।
  • বই এলোমেলো করে রাখা উচিত না, সুন্দর করে গুছিয়ে রাখুন।
  • কলম বা পেন্সিল দিয়ে অকারণে বইয়ে দাগ দেবেন না।

  • বইয়ের মধ্যে ফুল বা অন্য কিছু রাখবেন না, বই নষ্ট হয়ে যেতে পারে।
  • পাতা ভাঁজ করে রাখা ঠিক নয়, ভালো হয় চিহ্ন রাখার জন্য মার্কার ব্যবহার করতে পারলে।
  • বই সব সময় পানি থেকে দূরে রাখুন।
  • বইয়ের ওপর ধুলা জমতে দেবেন না।
  • শুকনো ও নরম কাপড় দিয়ে বই নিয়মিত পরিষ্কার করুন।
  • চাপাচাপি করে রাখলে বই নষ্ট হয়ে যায়।

  • পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সেজন্য বইয়ের ভেতর ন্যাপথলিন রাখুন।
  • ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ১৫ দিন অন্তর বইয়ের শেলফ পরিষ্কার করুন।
  • দুর্লভ বইগুলো লেমিনেট বা বাঁধাই করে রাখতে পারেন।
  • নিউজপ্রিন্ট কাগজ পানি বেশি শোষণ করে, তাই এ কাগজের বইগুলোর দিকে আলাদা যত্ন নিন।
  • যাদের ঘরে অনেক বেশি জায়গা নেই খুব সহজেই ছবির মতো রাখতে পারেন ছোট একটি রিডিং কর্নার। আসবারের দোকানে রেডিমেট ডেস্ক পাওয়া যায়। আর চাইলে পছন্দমতো সেলফ এবং পড়ার টেবিল তৈরি করিয়ে নিতে পারেন। 
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন