শিখ নেতা হারদিপ সিং নিজ্জারকে হত্যাকাণ্ডে ভারত সরকার জড়িত থাকতে পারে বলে গত সোমবার মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকে দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইতিমধ্যে দুই দেশ পরস্পরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে। ভারত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে।
এ ঘটনার পর কানাডায় ঘৃণামূলক একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেশটিতে বসবাসরত হিন্দুদের ভারতে ফেরত যেতে হুমকি দেওয়া হয়েছে। এ ভিডিও নিয়ে নিন্দা জানিয়েছে কানাডার সরকার।
দেশটির জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক দেশটিতে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকদের নিশ্চিত যে এ ভিডিও নিয়ে তারা যেন ভয় না পায়। শিখস ফর জাস্টিস সংস্থা অনলাইনে এ ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে হিন্দুদের ভারতে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিখ এ সংস্থার নাম উল্লেখ না করে ডমিনিক লেব্ল্যাঙ্ক ভিডিওটির কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যে এ ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, সকল কানাডিয়ান তাদের সম্প্রদায়ে নিরাপদ বোধ যোগ্য। কানাডায় আগ্রাসন, ঘৃণা, ভীতি প্রদর্শন বা ভয়ের উসকানির কোনো স্থান নেই।
দেশটি এ ভিডিওকে আপত্তিকর এবং ঘৃণ্য হিসেবে উল্লেখ করেছে।