নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৫৫ রানে লক্ষ্যে নেমে একশ’ রানের আগে পাঁচ উইকেটে হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। লিটন-তানজিদ-সৌম্যর পর সাজঘরে ফিরেছেন ভরসা দেওয়া তামিমও তবে মাঠে এখনো টিকে আছে মাহমুদউল্লাহ।
বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা রিয়াদ ১৫ রান করেছেন। তার সঙ্গী শেখ মাহেদী। লিটন ১৬ বলে ৬ রান করে ফিরেছেন। এরপর তানজিদ আউট হয়েছেন তিন চারের শটে ১৬ রান করে। সৌম্য সরকার গোল্ডেন ডাক মেরেছেন। হৃদয়ের ব্যাট থেকে দল মাত্র ৪ রান পেয়েছে।
দলকে ভরসা দিচ্ছিলেন অবসর ভেঙে ও ইনজুরি কাটিয়ে দলে ফেরা ওপেনার তামিম। তিনি ৫৮ বলে সাত চারের শটে ৪৪ রান করে আউট হয়েছেন। শুরুর পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন শোধি।
এর আগে চার বল থাকতে নিউজিল্যান্ড ২৫৪ রানে অলআউট হয়েছে। ৩৬ রানে ৩ উইকেট হারালেও মিডল ও লোয়ার অর্ডারে ব্যাটে ভালো পুঁজি পেয়েছে।
দলটির হয়ে চারে নামা হেনরি নিকোলস ৪৯ রান করেছেন। পাঁচে নামা টম ব্লান্ডেল দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে আউট হয়েছেন। লোয়ারে ম্যাককনচি ২০, জেমিনসন ২০ ও ইশ শোধি ৩৫ রানের ইনিংস খেলেছেন।
বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ ৩ উইকেট নিয়েছেন। স্পিনার শেখ মাহেদী নিয়েছেন ৩ উইকেট। পায়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়া মুস্তাফিজ পেয়েছেন ২ উইকেট।