সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বদলে গেল ফেসবুকের লোগো

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৩

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক তাদের লোগো পরিবর্তন করেছে। নতুন লোগোতে তুলনামূলকভাবে গাঢ় নীল রঙ যোগ করা হয়েছে। 

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা দাবি করছে নতুন লোগো আগের চেয়েও প্রাণবন্ত। খালি চোখে লোগোর এই পরিবর্তন সবার কাছে নাও ধরা পড়তে পারে। তবে মেটা বলছে, ফেসবুকের পুরনো নীল রঙের লোগোর চেয়ে এটি ভালো অনুভূতি দেবে। পরিবর্তিত লোগোতে আগের ‘এফ’ অক্ষরটি আগের বেশি স্পষ্ট দেখাবে। 

এ বিষয়ে ফেসবুকের নকশা বিভাগের পরিচালক ডেভ এন বলেন, ‘নতুন লোগো যেন প্রাণবন্ত ও মার্জিত হওয়ার পাশাপাশি ব্যবহারকারীর কাছে পরিচিত মনে হয়, তা-ও নিশ্চিত করতে চেয়েছি আমরা’। সাম্প্রতিক বছরগুলোয় বেশ কয়েকবার লোগো বদলেছে ফেইসবুক। এর মধ্যে রয়েছে বর্গাকৃতির সীমানা থেকে শুরু করে হালের বৃত্তাকার নকশাটিও।

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন